লাল কাচের চুড়িতে অভিমান
তোমার স্থূলদেহ বলে,
দোকানের সবচেয়ে বড়গুলোই কিনেছিলাম।
তবুও তা ঢুকলো না বলে,
ভাবলে--- অন্য কারও জন্য নিয়েছিলাম!
ক'দিন তোমার হাত ধরতে দিয়েছিলে?
তুমি--- সে তো মুখচোরা বালিকা!
পৃথিবীর নিগূঢ় রহস্য--- সে তোমার বাসনা!
নারীর বাসনা কী?--- জানতে
হই আমি পর নারীর সরণাপন্ন।
প্রিয়ার বাসনা পূরণেই যে প্রেমিক ধন্য।
কবে তুমি মুখ ফুটে কিছু চেয়েছিলে?
কোনো নারী হাত বাড়ালে
আমি তোমার হাত ধরি;
কোনো নারীর প্রিয়ে-অপ্রিয়ে
আমি তোমার হিসেব করি;
কোনো নারীর বাসনা-বিলাস
আমি তোমাতে পূর্ণ করি।
এভাবে কি কখনো তুমি বুঝতে চেয়েছিলে?
পাগলী মেয়ে---
হাতে না ঢুকা লাল কাচের চুড়ি
ভেঙে করিও খানখান;
তার সাথে তবু মিশে দিও
আমার প্রতি যতো মান-অভিমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন