ব্রোথেল
রোজ সন্ধ্যেতে কোলাহল নামে রঙিন আলোতে
মুহুর্মুহু প্রতিটি কক্ষে ইরোটিক দৃশ্যের আয়োজন
বিষাদগ্রস্ত বসন দ্বিধাহীন খসে মুদ্রানীতিতে!
অদ্ভুতুড়ে চঞ্চল রাত্রি নামে আহত সঙ্গমে সঙ্গমে
হৃদয় প্রেম সেথায় পরীক্ষার্থীর ফেলে আসা বলপেন।
দেহের প্রেম :
এদিক মুদ্রা, ওদিক চুম্বন
এদিক মুদ্রা, ওদিক মৈথুন।
গনিকার শিৎকারে কম্পন বুনো উল্লাস--- সঙ্গম!
রতিক্লান্তি শেষে বিষাদিত বিমল আকাশ--- ক্রন্দন!
মুহুর্মুহু প্রতিটি কক্ষে ইরোটিক দৃশ্যের আয়োজন
বিষাদগ্রস্ত বসন দ্বিধাহীন খসে মুদ্রানীতিতে!
অদ্ভুতুড়ে চঞ্চল রাত্রি নামে আহত সঙ্গমে সঙ্গমে
হৃদয় প্রেম সেথায় পরীক্ষার্থীর ফেলে আসা বলপেন।
দেহের প্রেম :
এদিক মুদ্রা, ওদিক চুম্বন
এদিক মুদ্রা, ওদিক মৈথুন।
গনিকার শিৎকারে কম্পন বুনো উল্লাস--- সঙ্গম!
রতিক্লান্তি শেষে বিষাদিত বিমল আকাশ--- ক্রন্দন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন