চেতনা

ঘর্মাক্ত বুকে চেতনার ভুবন---
তুমি আকাশে কী খুঁজো?
পৃথিবীতে চাও চেতনার বুনন?
হৃদয়ে দু'চোখ বুজো।

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত