একাকার
বৈশাখের প্রথম দিন ভীষণ মন খারাপের হয়
সে যখন তোমার মতো সাজে
হঠাৎ রোমন্থনে বিষাদ বেলা আসে---
বৈশাখের প্রথম দিন ভীষণ খুশির মনে হয়
সে যখন তোমার মতো সাজে
মূহুর্তের দর্শনে তোমায় ভেবে পাশে---
বিষাদ ও সুখ---
পান্তার জলে সমসত্ব মিশ্রণ পেয়ালায়
প্রতিটি চুমুক---
তোমার সেই প্রাগৈতিহাসিক নির্যাস ভাবায়
মূহুর্তেই আমি উড়ে যাই রমনার বটমূলে
কিংবা টিএসসি'র মঙ্গল শোভাযাত্রায়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন