উড়ো চিঠি

ওকে একটিবার আসতে দাও।
শেষ বর্ষার কসম,
তোমার ইশারায় ভাসাবে নাও-
তোমাতেই হরদম।

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত