অকাল পুষ্প

ঈষৎ কেঁপে উঠল ঝেঁপে
আমার অবুঝ মন,
বিমুগ্ধ রূপে উঠল ফেঁপে
ঝড়লো হৃদয় গগন।
একটু হেসে ভাস্কর বেশে
থেমে গেলো সে যখন,
রূপের দেশে আবেগ কী সে-
ভাসলো অক্ষি কোণ!
অবুঝ মনে-গহীন বনে
আঁধার নামতে চায়,
বিষাদ ক্ষণে মধুর তানে
উঠল সে মোর নায়।
নরম স্বরে অম্বর ঝরে
এ যে নারীর মন,
একটু নড়ে-হালকা স্বরে-
'তুমি যে আমার জীবন'!
অবাক চোখে হৃদয় ঝোপে
ফুটলো অকাল ফুল,
মলিন মুখে-মধুর ক্ষোভে
হলোই বুঝি ভুল!
একূল ভাবি-ওকূল ভাবি
হৃদয়ের বদ্ধ সুরে-
'হয় পাবি নয় হারাবি,
হারাবি শেষে দূরে'!

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত