ছেলেটি-১

ছেলেটির কিছু অভ্যাস হয়ে গেছে। বদ অভ্যাসও বলা যেতে পারে। এই যেমন, প্রতিবিকেলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তেলে ভাজা পিঁয়াজু খাওয়া, প্রতিরাতে ফোনের ডাটা কানেকশন বন্ধ না করে ঘুমানো কিংবা প্রতিদিন মাকে ফোন দিবে দিবে করে না দেয়া।

ছেলেটি কিছুই অপছন্দ করে না। কচুপাতার ডাল পছন্দ করে, অতীতকে বারবার রোমন্থন করতে পছন্দ করে, ছেলেটি বন্ধু-আড্ডা পছন্দ করে। ছেলেটি মাঝেমাঝে কবিতার মতো করে কিছু লিখে, কবিতার বই রুমে সাজিয়ে রাখে, মানুষকে কবিতার বই উপহার দেয়, চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি শোনে। ছেলেটি হয়তো কবিতাও পছন্দ করে। আরও কত কী!

ছেলেটির অনেক ইচ্ছে। এরোপ্লেন বা ঘোড়ার পিঠে ভ্রমণ। সৈকতে একলা স্নান, এভারেস্টের চূড়ায় প্রিয়াচুম্বন, একহাজার বই লিখে জগদ্বিখ্যাত হওয়া এবং একবার ওপারে ঘুরে আসা।

ছেলেটির ভাবনাতে ব্যাপক বিস্ময়। যদি কখনো ঘুম না আসতো, তাহলে কত্ত সময় বাঁচতো! যদি পাখিগুলো সব মানুষের মতো কথা বলতো, তাহলে গাছের ডালে বসা প্রেমালাপ কানপেতে শোনা যেতো! যদি মানুষের হৃদয়ের ভাষাগুলো এক্স-রে তে ধরা যেতো, তাহলে এক্স-রে রিপোর্ট দিয়ে প্রিয়ার মান ভাঙ্গা যেতো! কিংবা যদি সুখ কিনতে পাওয়া যেতো, শো-রুমে এবং খোলা বাজারে...!

ছেলেটির একজন 'তুমি' আছে। সে অভিমান না করে সেদিন সন্ধ্যায় ঝগড়া করেছে। ছেলেটি এখন অদ্ভুত তুমিহীনতায় ভুগছে!http://www.facebook.com/shiskhondakar

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত